img

দেশের বাজারে শনিবার (১৩ ডিসেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা (প্রতি ভরি)

বাজুস আরও জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২ ডিসেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর